• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

ক্যাম্পাস

তীব্র তাপদাহে জবিতে চারদিন সশরীরে ক্লাস, মঙ্গলবার অনলাইনে

  • ''
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০২৪

জবি প্রতিনিধি:

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস ও প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষার সময়সূচী পুনঃনির্ধারণের বিষয়ে মঙ্গলবার বেলা ১১টা ৩০টায় উপাচার্য  অধ্যাপক সাদেকা হালিম, পিএইচডি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ই মে ২০২৪ খ্রি. রবিবার হতে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৭ই মে ২০২৪ খ্রি. হতে সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস চলবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল তারিখে দেশজুড়ে তীব্র তাপদাহের কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এক সপ্তাহের জন্য সশরীরে সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখেছিল বিশ্ববিদ্যালয়েটি। এরপর গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখে আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ অব্যাহত রাখার ঘোষণা আসে। তবে এ পুরোটা সময় ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads